সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পতনে সপ্তাহ শুরু

সময়: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৩:৫৯:২৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৪ ডিসেম্বর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হয়। পরবর্তীতে বেলা সোয়া ১১টার পর সূচকের তীর উপরের দিকে উঠে যায়। কিন্ত বেলা দুপুর ১২টার সূচকের তীর আবারও নিচের দিকে নামতে থাকে। এর ফলে দিনশেষে প্রধান সূচক পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৮.৯৮পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৭৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ৫.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৮.৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এরর মধ্যে দর বেড়েছে বেড়েছে ৩২টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০টির।

আজ ডিএসইতে ১৪ কোটি ১২ লাখ ৮৯ হাজার ২৫২টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৫০৭ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৪১২ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ ডিসেম্বর ডিএসইতে ২৩ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৭৮২টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ১০৩ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ৬২৬ কোটি ৯৬ লাখ ৮২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১৪ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৭ শতাংশ বা ৩৩.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫০৭.৮৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৪ লাখ ৪৭ হাজার ১৬ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৭৬০ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ৪৬ লাখ ৪ হাজার ৭৪৩ টাকা।

 

Share
নিউজটি ১১১ বার পড়া হয়েছে ।
Tagged