সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পতনে সপ্তাহ শেষ

সময়: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৩:২৮:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ০২ নভেম্বর সূচকের পতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে দুপুর পোণে ১২টাথেকে সূচকের তীর একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৫.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৭.৯০ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৩.৭৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির , কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৭ কোটি ৮৬ লাখ ২৫ হাজার ৩২৮টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ১১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৬ লাখ ৩২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১ নভেম্বর ডিএসইতে ৫ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৬১৪টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৭২০ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৩৭২ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭০ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ১৩.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৭৩.০৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৩৬২ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৪ লাখ ১৬ হাজার ৩৩৪ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ৯৫ লাখ ৭৯ হাজার ২৮ টাকা।

 

Share
নিউজটি ১৩৬ বার পড়া হয়েছে ।
Tagged