সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পতন দিয়ে সপ্তাহ শুরু শেয়ারবাজারে

সময়: রবিবার, সেপ্টেম্বর ২৬, ২০২১ ৫:৫২:২৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (২৬ সেপ্টেম্বর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৩৭.১৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইএস শরিয়াহ্ সূচক ৬.৪৬ পয়েন্ট কমে এক হাজার ৫৭৪.৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৬৬৫.৬১ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

ডিএসইতে আজ ৫১ কোটি ৯৩ লাখ ২০ হাজার ২ লাখ ৮২ হাজার ১৭১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ২৫৭ কোটি ২৯ লাখ ৩৬ হাজার ৯৫৬ টাকা ৬০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৫ হাজার ৫২৩ কোটি ২২ লাখ ৩৫ হাজার ৮৬৭ টাকা ৫৩ পয়সা।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ১১১.৬৫ পয়েন্টে। আর লেনদেনে অংশ নেয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন সিএসইতে ২ কোটি ৩৮ লাখ ২৭ হাজার ৮৮৮টি শেয়ার ২০ হাজার ৭১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৫ কোটি ২৩ লাখ ৬১ হাজার ২২০ টাকা ৮০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৯৫০ কোটি ৫৬ লাখ ৩৪ হাজার ৩২৭ টাকা ৫০ পয়সা।

 

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২৬ বার পড়া হয়েছে ।
Tagged