সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

সময়: বুধবার, আগস্ট ২৫, ২০২১ ১১:৫০:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবসের দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন। এদিন সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত সূচকের স্বাভাবিক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। কিন্তু দুপুর ১টার পর থেকেই একটানা সূচক কমতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। যে কারণে সূচকের পাশাপাশি লেনদেনে ভাটা পড়ে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫.৯২ পয়েন্ট কমে ৬ হাজার ৮৭৮.৭৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ৩.৮৬ পয়েন্ট কমে ২ হাজার ৪৫৯.৬৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ১.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৩.২১ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫২টি, কমেছে ১৯৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

আজ ডিএসইতে মোট ৭৭ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৭২৪টি শেয়ার ৩ লাখ ৫৬ হাজার ১২৯ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৫৭০ কোটি ৭৬ লাখ ৭০ হজার ৮৭ টাকা ৯০ পয়সা। যা আগের দিনের চেয়ে ১৯২ কোটি ১৩ লাখ ২৯ হাজার ৭৯৫ টাকা ২০ পয়সা বা ৬.৯৫ শতাংশ কম।

আজ ডিএসই’র বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৯ হাজার ১৮৯ কোটি ১৮ লাখ ৮৫ হাজার ২৭২ টাকা ৪৫ পয়সা। যা আগের দিনের তুলনায় ৪৮৬ কোটি ২০ লাখ ১৭ হাজার ১০ টাকা ১৫ পয়সা কম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭.৭০ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টির দর বেড়েছে, কমেছে ১৬৮টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০০ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৭৪ বার পড়া হয়েছে ।
Tagged