ব্লক মার্কেট

ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন

সময়: বুধবার, আগস্ট ২৫, ২০২১ ১১:৪৬:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৭ কোটি ৪৬ লাখ ২৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৭৪ লাখ ২৫ হাজার টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মার্কেন্টাইল ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকার।

এছাড়া, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার, ন্যাশনাল হাউসিংয়ের ১ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকার, মেঘনা লাইফের ১ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার, আইপিডিসির ১ কোটি ৪২ লাখ ১৪ হাজার টাকার, রহিম টেক্সটাইলের ১ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার টাকার, রানার অটোর ১ কোটি ৩৪ লাখ টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৯৮ লাখ ১০ হাজার টাকার, সাফকো স্পিনিংয়ের ৮৬ লাখ ১৩ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ৭২ লাখ ৪৫ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৬০ লাখ ৬০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫৪ লাখ ৫০ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৫২ লাখ ৫৫ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ৫০ লাখ ৬৪ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৪৬ লাখ ৩০ হাজার টাকার, ডেল্টা লাইফের ৪৩ লাখ ৬০ হাজার টাকার, রহিমা ফুডের ৩৮ লাখ ২৮ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৩৭ লাখ ১৫ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৩৬ লাখ ৬৯ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৩১ লাখ ৫০ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৬০ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২৫ লাখ ৫০ হাজার টাকার, আরএকে সিরামিকের ২৪ লাখ ৯০ হাজার টাকার, আলিফের ২৪ লাখ ৭৮ হাজার টাকার, হাইডেলবার্গের ১৬ লাখ ৬০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৬ লাখ ১৯ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৮৪ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১৫ লাখ ৮১ হাজার টাকার, পেনিনসুলার ১৫ লাখ ৪০ হাজার টাকার, সামিট পাওয়ারের ১৪ লাখ ৯৭ হাজার টাকার, বে-লিজিংয়ের ১২ লাখ ৪০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১১ লাখ ৮৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১০ লাখ ২০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৯ লাখ ৬৮ হাজার টাকার, আরডি ফুডের ৯ লাখ ২৮ হাজার টাকার, জাহিন স্পিনিংয়ের ৯ লাখ টাকার, ইস্টলেন্ডের ৮ লাখ ৫৬ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৮ লাখ ৯ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৭ লাখ ৪৯ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭ লাখ ৪০ হাজার টাকার, ওই-ম্যাক্সের ৭ লাখ ৩৯ হাজার টাকার, এনএলআই প্রথম মিউচুয়াল ফান্ডের ৬ লাখ ৯৬ হাজার টাকার, এসবিএসি ব্যাংকের ৬ লাখ ৮০ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ৬ লাখ ৩৫ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬ লাখ ২৫ হাজার টাকার, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫ লাখ ৭০ হাজার টাকার, আইসিবিএএমসিএল সেকেন্ড ৫ লাখ ৬৫ হাজার টাকার, প্রাইম লাইফের ৫ লাখ ১২ হাজার টাকার, বেঙ্গল উইন্ডসোরের ৫ লাখ ১০ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৫ লাখ ৮ হাজার টাকার, অ্যাসোসিয়েট অক্সিজেনের ৫ লাখ ৬ হাজার টাকার, পূরবী জেনারেলের ৫ লাখ ৬ হাজার টাকার, ইন্ডেক্স এগ্রোর ৫ লাখ ৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ৩৮৩ বার পড়া হয়েছে ।
Tagged