সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

সময়: মঙ্গলবার, আগস্ট ৩, ২০২১ ৮:০৬:৩১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সোমবারের মতো আজ মঙ্গলবারও (৩ আগস্ট) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স প্রথমবারের মতো রেকর্ড ৬ হাজার ৫০০ পয়েন্ট ছাড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেন।

এর আগে সোমবার (০২ আগস্ট) সূচকটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। সোমবার সূচকটি ৬ হাজার ৪৮১.৫৬ পয়েন্ট অবস্থান করছিল। তবে গতকাল ৫৪.৩০ পয়েন্ট বেড়ে প্রথমবারের মতো ছয় হাজার ৫৩৫.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ লেনদেন শেষে ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.৪৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৪২৪.৬০ পয়েন্টে এবং দুই হাজার ৩৬৬.৪৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ১২৬ কোটি ৬৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৮টির বা ৪৭.৪৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭০টির বা ৪৫.৩৩ শতাংশের এবং ২৭টির বা ৭.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ১৪.৩৩ পয়েন্টে।

সিএসইতে আজ ৩২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টির দর বেড়েছে, কমেছে ১৪১টির আর ২০টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে ৮০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সোমবারের মতো আজ মঙ্গলবারও (৩ আগস্ট) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স প্রথমবারের মতো রেকর্ড ৬ হাজার ৫০০ পয়েন্ট ছাড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেন।

এর আগে সোমবার (০২ আগস্ট) সূচকটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। সোমবার সূচকটি ৬ হাজার ৪৮১.৫৬ পয়েন্ট অবস্থান করছিল। তবে গতকাল ৫৪.৩০ পয়েন্ট বেড়ে প্রথমবারের মতো ছয় হাজার ৫৩৫.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ লেনদেন শেষে ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.৪৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৪২৪.৬০ পয়েন্টে এবং দুই হাজার ৩৬৬.৪৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ১২৬ কোটি ৬৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৮টির বা ৪৭.৪৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭০টির বা ৪৫.৩৩ শতাংশের এবং ২৭টির বা ৭.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ১৪.৩৩ পয়েন্টে।

সিএসইতে আজ ৩২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টির দর বেড়েছে, কমেছে ১৪১টির আর ২০টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে ৮০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৮৯ বার পড়া হয়েছে ।
Tagged