সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

সময়: বুধবার, অক্টোবর ৬, ২০২১ ৫:৩৪:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৫ অক্টোবর) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩৫১.০৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০০.২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৭৮৭.৮১ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১২টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

ডিএসইতে এদিন ৫৪ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার ৩৯১টি শেয়ার ৩ লাখ ৩৪ হাজার ২২০বার হাতবদল হয়, যার বাজারমূল্য দুই হাজার ৬৮১ কোটি ২৬ লাখ ৪৪ হাজার ২৭০ টাকা ৭০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ৩২৮ কোটি ৮২ লাখ টাকা বেশি। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৮০ হাজার ৬৬৩ কোটি ৫ লাখ ২১ হাজার ৭১৯ টাকা ৮৫ পয়সা।

এদিকে, আজ অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫১৪.৪২ পয়েন্টে। সিএসইতে এদিন লেনদেনে অংশ নেয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আজ সিএসইতে ২ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৬০৯টি শেয়ার ২৯ হাজার ৪৪৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১১৬ কোটি ১৪ লাখ ৭৮৫ টাকা ৩০ পয়সা। এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৯৩২ কোটি ৪ লাখ ৫৯ হাজার ৫০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৫৩ বার পড়া হয়েছে ।
Tagged