সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

সময়: সোমবার, নভেম্বর ১৫, ২০২১ ১১:০৭:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ নভেম্বর) উত্থানে ফিরেছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বাড়লেও কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.২৯ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৯৪১.৩৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.০৭ পয়েন্ট বা ০.০০৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.৫৫ বা ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৪৬৫.০৪ পয়েন্টে এবং দুই হাজার ৬৫৯.৫৪ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৪২১ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩০৯ কোটি ৯৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির বা ৩০.৮৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২২৭টির বা ৬০.৮৬ শতাংশের এবং ৩১টির বা ৮.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮.৬৯ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩২২.০২ পয়েন্টে। সিএসইতে আজ ২৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির দর বেড়েছে, কমেছে ১৬২টির আর ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৪৮ বার পড়া হয়েছে ।
Tagged