সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

সময়: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ৪:০৪:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ০৭ নভেম্বর সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূচকের তীর স্বাভাবিকভাবে উপরের দিকে উঠতে থাকে। এরপর আবারও আস্তে আস্তে সূচকের তীর নিচের দিকে নামতে থাকে। এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৬.৬৫ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩০.৫৫ পয়েন্টে।

এদিনলেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির , কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১২ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৪৯৮টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ১৮ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪৫ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ নভেম্বর ডিএসইতে ১৩ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার ২৬০টি শেয়ার ১ লাখ ৪৯ হাজার ৫৯৯ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৫৯৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫০ কোটি ১ লাখ ৩৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৯.০০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৯৫.৪৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৮০ লাখ ৪ হাজার ৯৩৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৭৪৯ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ২০ লাখ ৪০ হাজার ১৮৮ টাকা।

Share
নিউজটি ১৫৪ বার পড়া হয়েছে ।
Tagged