সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

সময়: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ৪:৩৭:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ৩০ জানুয়ারি সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে ডিএসইতে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৬ শতাংশ বা ৫২.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫০.২১ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪.৩৯ পয়েন্টে।

এছাড়, ডিএসই–৩০ সূচক ৭.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১১.০৯ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ২৫৫টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৪.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৯ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৩৯০টি শেয়ার ২ লাখ ৫১ হাজার ৮৪৭বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৯৩৯ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৯ জানুয়ারি ডিএসইতে ২২ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৭০টি শেয়ার ২ লাখ ৩ হাজার ৯৪৪ বার হাতবদল হয়।

টাকার অংকে লেনদেনে অংশ নিয়েছে ৬৬২ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৭৭ কোটি ৪১ লাখ ১৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৩ শতাংশ বা ১৭৭.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৪৪২.৭৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

আজ সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার ৭০১ টাকা।

 

Share
নিউজটি ৬৭ বার পড়া হয়েছে ।
Tagged