সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের সামান্য উত্থানেও কমেছে লেনদেন

সময়: মঙ্গলবার, মে ৩১, ২০২২ ৪:০২:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ ৩১ মে দেশের শেয়ারবাজারের সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক সামান্য বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.১৯ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯২.৮৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.০৪ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪০৩.৫৩ পয়েন্টে। তবে অপর সূচক ডিএসই-৩০ সূচক ০.৫৫ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৩৫০.২৫ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৩৭ কোটি ৮৭ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৯৮ কোটি ৫৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৪০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টির বা ৩৬.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৯৬টির বা ৫২.১৩ শতাংশের এবং ৪৩টির বা ১১.৪৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৫.২৭ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৭.৫০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। আজ সিএসইতে ১৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯৩ বার পড়া হয়েছে ।
Tagged