সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকে পতন, কমেছে লেনদেন

সময়: বুধবার, এপ্রিল ৬, ২০২২ ৪:০৩:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

আজ বুধবার সপ্তাহের ৪র্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারে সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৬৯৫.৮৮ পয়েন্ট, যা বেলা ১১টায় ১৬.৭৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬৭৯.১৩ পয়েন্টে। এরপর তা আরও পতন হয়ে বেলা ১২টায় ৫.৩৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬৭৩.৭৮ পয়েন্টে। বেলা বাড়ার সাথে সাথে দুপুর ১টায় ১৫.৭৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬৫৮ পয়েন্টে। সবশেষ ৪.৪৮ পয়েন্ট বেড়ে দুপুর ২টা ০৫ মিনিটে ৬৬৬২.৪৮ পয়েন্টে উঠে লেনদেনের সমাপ্ত ঘঠে।

এদিকে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৮১ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬২.৪৮ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৫৫ পয়েন্ট বা ০.৩১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.৫৮ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৫৬.২২ পয়েন্টে এবং ২ হাজার ৪৫৯.০৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির বা ১১.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৯৩টির বা ৭৮.১৩ শতাংশের এবং ৩৮টি বা ১০.১৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৮৫ কোটি ৩২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ১২ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ২৬৭টি শেয়ার ৯৮ হাজার ৪৪৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪৯০ কোটি ৫০ লাখ ২২ হাজার ৯২২ টাকা ৭০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৩৪ হাজার ৮৭ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৫৭১ টাকা ৩ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৯.৩৬ পয়েন্ট বা ০.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬৭.০১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। আজ সিএসইতে ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share
নিউজটি ৫০৯ বার পড়া হয়েছে ।
Tagged