সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকে সামান্য উত্থান, বেড়েছে লেনদেন

সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১০, ২০২২ ৩:৪৮:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারে সূচক সামান্য পরিমাণ বেড়েছে, সেই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৫৬ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে ৭ হাজার ৮৫.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৪.৭২ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৭.৬১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.৪৮ পয়েন্ট বা ০.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৯৭.৪৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির বা ৪৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৬৩টির বা ৪২.৮৯ শতাংশের এবং ৪৬টি বা ১২.১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ১ হাজার ২৫৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৩ কোটি ৫১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ১৫০ কোটি ৮১ লাখ টাকার।

ডিএসইতে আজ ২৮ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৯১৮টি শেয়ার ২ লাখ ৬৬ হাজার ৯৯০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ হাজার ২৫৪ কোটি ৩২ লাখ ৬৭ হাজার ১২৬ টাকা ২০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৬৭ হাজার ৫২ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৫০৪ টাকা ৩৯ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৬.৯৫ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৪৭.৬০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। আজ  সিএসইতে ৬৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share
নিউজটি ৩৫২ বার পড়া হয়েছে ।
Tagged