সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সময়: বুধবার, ডিসেম্বর ২২, ২০২১ ৬:০২:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ ডিসেম্বর) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে । এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে সূচক কমলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৮১ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে ছয় হাজার ৭৫৪.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৬৩ পয়েন্ট বা ০.১৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.০৫ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩৩.৯০ পয়েন্ট এবং দুই হাজার ৫৩৬.৪৫ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪২টির বা ৩৭.৬৭ শতাংশ, কমেছে ১৮৬টির বা ৪৯.৩৪ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি বা ১২.৯৯ শতাংশের।

ডিএসইতে আজ ১৫ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ১২০টি শেয়ার এক লাখ ৭০ হাজার ৯৮০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৬৭ কোটি ৪৭ লাখ ২২ হাজার ৯৬১ টাকা ৭০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ১১৫ কোটি ৪৬ লাখ টাকা বেশি। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪২ হাজার ৮২৩ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৫৭ টাকা ৩৬ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২.৭৮ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৬৭.৯৮ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আজ সিএসইতে এক কোটি ২৪ লাখ ২ হাজার ২০৫টি শেয়ার ১৪ হাজার ৮১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১১০ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার ৩৬০ টাকা ১০ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৪৮ বার পড়া হয়েছে ।
Tagged