সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৬, ২০২১ ৪:০৩:১১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের উভয় শেয়ারবাজারে আজ মঙ্গলবার সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৭.৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৬৬ পয়েন্ট এবং সিডিএসইটি ৮.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৫২.৫৫ পয়েন্টে এবং ১১৯২.৯৬ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ০.০২ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসই ৯৯৫ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৬ কোটি ৫৪ লাখ টাকা কমে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮২ কোটি ২৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৪টির বা ২১.২০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৫টির বা ৫০.১৪ শতাংশের এবং ১০০টির বা ২৮.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৮.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫.০৭ পয়েন্টে। সিএসইতে আজ ২২৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ০টির দর বেড়েছে, কমেছে ১০৮টির আর ৬৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬৪ বার পড়া হয়েছে ।
Tagged