সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সময়: সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১ ৪:৫৪:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ সেপ্টেম্বর) সূচকের বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও দেশের উভয় শেয়ারবাজারেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টাকার পরিমাণে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৫৭ বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫১.৭১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১০.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭৬.২৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস শরিয়াহ্ সূচক ৪.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫৭৮.৭৬ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। এদিন ডিএসইতে ৪৬ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৫৫৫টি শেয়ার ২ লাখ ৭৪ হাজার ৪৫৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ ২৫ হাজার ৯৯ টাকা। আজ ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ৭৬ হাজার ৬১২ কোটি ৯৬ লাখ এক হাজার ৩৯১ টাকা ১৫ পয়সা।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৭.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ১৮৪.৩৬ পয়েন্টে। সিএসআই সূচক ৩.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৯.৭৩ পয়েন্টে। আর লেনদেন হওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

আজ সিএসইতে ২ কোটি ২ লাখ ৫৬ হাজার ৯৭৪টি শেয়ার ২০ হাজার ৮৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৯ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার ১৯৪ টাকা ৬০ পয়সা। এদিন সিএসইর বাজারমূল্য ৮৪ হাজার ৭৩২ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা।

 

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৪৭ বার পড়া হয়েছে ।
Tagged