সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সময়: বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১ ৬:২৩:৪১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (১৫ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারের সূচক বেড়েছে। তবে টাকার অংকে লেনদেন আগের কার্যদিবস থেকে কমে আবারও হাজার কোটি টাকার নিচে নেমেছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৩৬ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ বেড়ে ছয় হাজার ৮৬৮.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৬৪ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৮.০৪ পয়েন্ট বা ০.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৪৬২.৩০ পয়েন্ট এবং দুই হাজার ৫৮৬.৪৬ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৯টির বা ৪২.১৮ শতাংশ, কমেছে ১৫৮টির বা ৪১.৯১ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি বা ১৫.৯১ শতাংশের।

ডিএসইতে আজ ১৮ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ১০৯টি শেয়ার এক লাখ ৫২ হাজার ৬৬৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮৭০ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৮১২ টাকা ৯০ পয়সা। যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ২৭৩ কোটি ৩৯ লাখ টাকা কম। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫১ হাজার ৫৯০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৫৮০ টাকা ৮০ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৪.৪৫ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯.১৮ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১২টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আজ সিএসইতে ৮৫ লাখ ৮৯ হাজার ৮০৫টি শেয়ার ১০ হাজার ১২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৪ কোটি ১ লাখ ৬৭ হাজার ৭৯৯ টাকা ৭০ পয়সা।
আজ সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৬৪৭ কোটি ৯৬ লাখ ৪৮ হাজার ৮৭০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬২ বার পড়া হয়েছে ।
Tagged