editorial

সেকেন্ডারি মার্কেটে আইসিবি’র বিনিয়োগের সিদ্ধান্ত ইতিবাচক

সময়: শনিবার, অক্টোবর ১৯, ২০১৯ ৩:২৮:১৩ অপরাহ্ণ


ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ইস্যুকৃত বন্ডের মাধ্যমে সংগ্রহকৃত এক হাজার কোটি টাকার পুরোটাই সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিবেঞ্চার, কোম্পানির প্রি-আইপিও শেয়ার কেনাসহ বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগের সুযোগ আসছে।

আইসিবি সূত্রে জানা যায়, বন্ড ছেড়ে রাষ্ট্রায়ত্ত ৫টি ব্যাংক থেকে ২০০ কোটি টাকা করে মোট ১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রী ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন। বন্ডের মাধ্যমে ব্যাংকগুলো থেকে সংগ্রহকৃত সকল টাকা পুঁজিবাজারে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করা হবে।

তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বাজারকে আইসিবি’র পক্ষে একা সাপোর্ট দেয়া সম্ভব নয়। এখন বাজারের আকার অনেক বড়, সেই তুলনায় ফান্ডের পরিমাণ কম। তাই আইসিবির মত যদি আরও ৫টি বিনিয়োগ প্রতিষ্ঠান ও ২০-২৫ জন বাজার সৃষ্টিকারী (মার্কেট মেকার) তৈরি করা হয় তাহলে বাজার ভালো অবস্থানে যাবে।

Share
নিউজটি ৩৪৯ বার পড়া হয়েছে ।
Tagged