সেবার পরিধি বাড়াতে বাংলালিংকের সঙ্গে জেনেক্সের চুক্তি

সময়: সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯ ৭:২৫:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রাহকদের মধ্যে সেবার পরিধি বাড়াতে এ চুক্তি সম্পন্ন করা হয়েছে। ‘এগ্রিমেন্ট ফর মোবাইল ডিভাইস বিজনেস’ নামে এ চুক্তির মাধ্যমে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের গ্রাহকদের মোবাইল ব্রান্ডের বিস্তৃতি, ইলেকট্রনিক ডিভাইস ও এক্সেসরিজ এবং শীর্ষস্থানীয় ইন্টারনেট থিংকস সেবা দেয়া হবে। এ চুক্তির ফলে প্রতি বছর কোম্পানিটির ১২ কোটি টাকা আয় হবে।
গতকাল জেনেক্স ইনফোসিসের প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৬৭ টাকা ৬০ পয়সায়। এর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮১ কোটি ৬০ লাখ টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ৩৬ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা। এর মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ১৬ লাখ । ‘এন’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ২৯৫ বার পড়া হয়েছে ।
Tagged