সোনালী লাইফ: আইপিওতে আবেদনের বাজেয়াপ্ত অর্থের পরিমাণ কমেছে

সময়: বুধবার, আগস্ট ১১, ২০২১ ১১:৪৩:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বীমা খাতের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) যেসব বিনিয়োগকারী একটি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে দুটি’র বেশি আবেদন করেছেন তাদের জরিমানার অর্থের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়মানুযায়ী ওইসব আবেদনকারীদের ১৫% অর্থ বাজেয়াপ্ত করার কথা থাকলেও পুঁজিবাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে বাজেয়াপ্ত অর্থ কমিয়ে অর্ধেক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ অনুষ্ঠিত বিএসইসির ৭৮৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কনসেন্ট লেটারের ১০নং শর্তানুযায়ী, কোন বিনিয়োগকারী একটি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে দুটি’র বেশি আবেদন করতে তার ১৫% বাজেয়াপ্ত করা হয়। কিন্তু বিনিয়োগকারীদের আবেদনের প্রেক্ষিতে শেষবারের মতো সোনালী লাইফের আইপিও আবেদনের বাজেয়াপ্ত অর্থ ১৫% এর পরিবর্তে ৭.৫০% করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

উল্লেখ্য, ভবিষ্যতে কখনো এ ধরণের আবেদন গ্রহণ করা হবে না।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩১০ বার পড়া হয়েছে ।
Tagged