স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

সময়: বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ ৩:০০:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৮ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- বিডি থাই ফুড, ইস্টার্ন লুব্রিক্যান্ট এবং সোনালী আঁশ। রেকর্ড ডেটের কারণে আগামী ৯ ডিসেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত তাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিডি থাই ফুড : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১৭ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৪ টাকা ১৪ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সোনালী আশঁ : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৮৬ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬১ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১১৮ টাকা ১৪ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৯০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৮২ পয়সা। আগের অর্থবছরে একই সময় যার পরিমাণ ছিল ২১ টাকা ৭৮ পয়সা (রিস্টেটেড)।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে (এনএভিপিএস) ১৯০ টাকা ৮৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

 

Share
নিউজটি ২৭৮ বার পড়া হয়েছে ।
Tagged