স্পট মার্কেটে লেনদেন করবে বার্জার পেইন্টস

সময়: মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১ ২:৩৩:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ২ কার্যদিবস অর্থাৎ আগামীকাল ও আগামী বৃহস্পতিবার স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। আগামী ১৬ আগস্ট রেকর্ড ডেটের কারণে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিবিধ খাতের কোম্পানিটি।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ বার্জার পেইন্টসের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫৮ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫২ টাকা ২২ পয়সা ছিল।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭২ টাকা ১০ পয়সা, যা আগের বছর ৮১ টাকা ৯০ পয়সা ছিল। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৩২ টাকা ৭৮ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬৯ বার পড়া হয়েছে ।
Tagged