২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

১৯ কোম্পানির প্রান্তিক প্রতিবেদক প্রকাশের তারিখ ঘোষণা

সময়: মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯ ৬:৫০:২৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় ২০১৯ আর্থিক বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির প্রথম ও তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সুত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডেলটা ব্রাক হাউজিংয়ের বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর রোববার বিকাল ৪.৩০ মিনিটে, এনসিসি ব্যাংকের বিকাল ৩টায়, রেকিট বেনকিজারের দুপুর ২.৩৫ মিনিটে, জিলবাংলার বিকাল ৩.১৫ মিনিটে, রেনউইক যজ্ঞেশ্বরের দুপুর ২.৩৫ মিনেট, শ্যামপুর সুগারের বোর্ড সভা বিকাল ৪.১৫ মিনিটে অনুষ্ঠিত হবে
ইসলামিক ফাইন্যান্সের বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর সোমবার দুপুর ২.৪৫ মিনিটে, বাটা সু’র দুপুর ২.৩৫ মিনিটে, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, প্রগতি ইন্স্যুরেন্সের বিকাল ৩.৩০ মিনেট, সোস্যাল ইসলামী ব্যাংকের ২.৪৫ মিনিটে, বিআইএফসির সন্ধ্যা ৬.১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
বিডি ফাইন্যান্সের বোর্ড সভা আগামী ২৯ অক্টোবার মঙ্গলবার দুপুর ২.৪৫ মিনিটে, রেকিট বেনকিজারের বিকাল ৪.১৫ মিনিটে, এশিয়া ইন্স্যুরেন্সের বিকাল ৩টায় ও লংকা বাংলা ফাইন্যান্সের বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর বিকাল ৩টায়, উত্তরা ফাইন্যান্সের বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
তাকাফুল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ৩১ অক্টোবর বিকাল ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিগুলো ৩০ সেপ্টেম্বর ২০১৯ আর্থিক বছরের প্রথম তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৭৮ বার পড়া হয়েছে ।
Tagged