২০২৪ অর্থবছরে পদ্মা লাইফ বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড দিচ্ছে না

সময়: সোমবার, জুলাই ২১, ২০২৫ ১২:০১:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি পদ্মা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির পরিচালনা পর্ষদ আলোচ্য বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর বিনিয়োগকারীদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ আগস্ট।

উল্লেখ্য, পদ্মা লাইফ গত কয়েক বছর ধরে শেয়ারহোল্ডারদের ন্যূনতম রিটার্ন দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়ে আসছে, যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করছে।

Share
নিউজটি ৩৯৬ বার পড়া হয়েছে ।
Tagged