নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি মনোস্পুল বিডি লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ (ক্যাশ) এবং ১৫ শতাংশ বোনাস (স্টক) ডিভিডেন্ড।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি কোম্পানি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৭৬ পয়সা, যা আগের বছরের ২ টাকা ৯৮ পয়সা থেকে বেশি।
তবে এ সময় কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ (নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার) দাঁড়িয়েছে মাইনাস ৪ টাকা ১৯ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল ২০ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর ২০২৫।
বাজার সংশ্লিষ্টদের মতে, মনোস্পুল বিডির আয় বৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক হলেও নেতিবাচক ক্যাশ ফ্লো কোম্পানির স্বল্পমেয়াদি আর্থিক ব্যবস্থাপনায় কিছু চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে।


