২ কোম্পানিকে ডিএসইর শোকজ

সময়: রবিবার, আগস্ট ২৮, ২০২২ ৫:৪৬:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে কোম্পানি দু’টিকে শোকজ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং মেট্রো স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি এ দুই কোম্পানি শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে গত কোম্পানি দু’টিকে একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানি দু’টি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩১ জুলাই ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ার দর ছিল ১৬৬ টাকা ৩০ পয়সা। ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২২০ টাকায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

অপরদিকে, গত ১৭ আগস্ট মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ছিল ২৫ টাকা ৮০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে এরইমধ্যে কোম্পানিটির শেয়ারদর ৪২ টাকা ৬০ পয়সা হয়ে গেছে। মাত্র ৬ দিনের ব্যবধানে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৬৫ শতাংশ।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Share
নিউজটি ১৭৬ বার পড়া হয়েছে ।
Tagged