২ কোম্পানির স্টক ডিভিডেন্ড বিওতে প্রেরণ

সময়: বুধবার, জুলাই ১২, ২০২৩ ৪:৫৩:৩০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির স্টক ডিভিডেন্ড বিওতে প্রেরণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠিয়েছে ২ ব্যাংক।

ইস্টার্ন ব্যাংক: ব্যাংকটি সমাপ্ত হিসাব বছরের জন্য বোনাস শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা দিয়েছে।

আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার কোম্পানিটি সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

আলোচিত হিসাব বছরে কোম্পানিটি মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সাউথইস্ট ব্যাংক: ব্যাংকটি সমাপ্ত হিসাব বছরের জন্য বোনাস শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা দিয়েছে।

আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার কোম্পানিটি সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

আলোচিত হিসাব বছরে কোম্পানিটি মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড।

 

Share
নিউজটি ৯৩ বার পড়া হয়েছে ।
Tagged