৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: বুধবার, অক্টোবর ২৫, ২০২৩ ২:৩২:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত এই ৩ কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড : ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৯৪ পয়সা।

অর্থবছরের ৯ মাসে বা তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৭৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৪৮ পয়সা।

 

হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড : অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৬৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৯৪ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ১৭ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ১ পয়সায়।

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড : তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৪০ পয়সা।

অর্থবছরের ৯ মাসে বা তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির ইপিএস হয়েছে ৫ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫ টাকা ৩৫ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৩৮ পয়সা।

 

Share
নিউজটি ১৫৮ বার পড়া হয়েছে ।
Tagged