৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

সময়: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৪:৪৫:১১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের পর আগামীকাল ৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। কোম্পানি ৩টি হলো- ব্যাংক এশিয়া, ঢাকা ডাইং এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমতা লেদার : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৩৪ পয়সা। যা আগের বছর ছিল ১৪ টাকা ৩০ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।তা লেদার কমপ্লেক্স লিমিটেড

ঢাকা ঢাকা ডাইং : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১৪ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮ পয়সায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ব্যাংক এশিয়া লিমিটেড : ব্যাংকটির পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। সভায় কোম্পানিটি নাম পরিবর্তন করবে এবং সংঘস্বারকে সংশোধন করবে।

কোম্পানিটি “ব্যাংক এশিয়া লিমিটেডের” পরিবর্তে ‘ব্যাংক এশিয়া পিএলসি’ নাম রাখবে। একারণে কোম্পানিটি সংঘস্বারকে কিছু পরিবর্তন আনবে।

ব্যাংকটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

 

 

Share
নিউজটি ৭২ বার পড়া হয়েছে ।
Tagged