সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের সামান্য উত্থানে লেনদেন বেড়েছে

সময়: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৪:৪০:৪০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২০ ডিসেম্বর সূচকের সামান্য উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানাামার মধ্য দিয়ে লেনদেন চলে। কিন্ত সময় বাড়ার সাথে সাথে সূচকের তর নিচের দিকে নামতে থাকে। শেষ বেলায় এসে সূচকের সামান্য উত্থান ঘটে। এর ফলে দিনশেষে প্রধান সূচক পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬১.৯৮ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০৯৯.৪৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ২২ লাখ ১০ হাজার ৮৭৮টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৬৭০ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৮৯ কোটি ৪৩ লাখ ৮১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ ডিসেম্বর ডিএসইতে ১৮ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ৫২০টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ১০১ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৫২১ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬৭ কোটি ৫৯ লাখ ৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৮.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৭১.৭২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ ১৪ হাজার ৮৮৯ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৯৯৩ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ১০৪ টাকা।

Share
নিউজটি ৯১ বার পড়া হয়েছে ।
Tagged