৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

সময়: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৩:১৭:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : রেকর্ড ডেটের আগে আগামী ২৭ নভেম্বর ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট, জুট স্পিনার্স এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সামিট এলায়েন্স পোর্ট: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৯ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৩৪ টাকায়। ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড : সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির এজিএম আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

 

 

Share
নিউজটি ১৪৬ বার পড়া হয়েছে ।
Tagged