ইবনে সিনার ডিভিডেন্ড জমা

সময়: রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯ ৯:০৫:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদেক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ণ খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মসিউিটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ইলেকট্রিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ক্যাশ ডিভিডেন্ড গতকাল বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।

৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাবছরের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।আজ প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ২১৩ টাকা ১০ পয়সায়। এর অনুমোদিত মূলধন ৫০ কোটি এবং পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ১১৬ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা। এর মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৮টি। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ৩০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৫৭ বার পড়া হয়েছে ।
Tagged