সূচক কমলেও বেড়েছে লেনদেন

৭ হাজার পয়েন্টের দিকে প্রধান সূচক

সময়: সোমবার, আগস্ট ৯, ২০২১ ৭:৪৮:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সূচকের উত্থানে আজ শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে ওঠে এসেছে। গত কয়েক কার্যদিবস ধরেই সূচকটি ইতিহাস গড়ে চলেছে। এ ধারা আরো কয়েক কার্যদিবস অব্যহত থাকলে ডিএসই’র প্রধান সূচক ৭ হাজার পয়েন্ট অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। যদি সূচক ৭ হাজার পয়েন্ট অতিক্রম করে তাহলে লেনদেন ৪ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে মনে করছেন বাজর সংশ্লিষ্টরা। তাদের মতে, সূচকের সাথে তাল মিলিয়ে লেনদেন বাড়লে টাকার অংকে লেনদেনের পরিমাণ ৪ হাজার কোটি টাকা অতিক্রম করতে পারে। তবে এই মুহুর্তে বিনিয়োগকারীদেরকে সতর্কতার সঙ্গে লেনদেন করতে হবে। গুজবে কান না দিয়ে ভালো ক্যাটাগরি ও বড় মূলধনী কোম্পানির শেয়ারের বিনিয়োগ করতে হবে, তাহলে বিনিয়োগকৃত পুঁজি ঝুঁকিতে পরবেনা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ লেনদেনের শুরুতে একটানা সূচক কমতে দেখা গেছে। যার স্থায়ীত্ব বেশিক্ষণ ছিলনা। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় এক ঘন্টা সূচকের তীর একটানা উপরের দিকে উঠতে দেখা গেছে। পরবর্তীতে স্বাভাবিক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। যে কারণে দিনশেষে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন।

এদিকে, আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩২.০৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬২৮.১৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ৬.৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৯২.৬২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ১২.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫২.১১ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮১টি, কমেছে ১৭৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে মোট ৯৭ কোটি ৭ লাখ ৭৫ হাজার ৫৪৯টি শেয়ার ৪ লাখ ২১ হাজার ৮০৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার ২৩৬ টাকা ৮০ পয়সা।

এদিন বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৫ হাজার ৫৩৫ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৮৯০ টাকা ১১ পয়সা।

আজ ডিএসইতে টাকার অংকে সব চেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানিটির ১৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর লেনদেন হওয়া তালিকায় দ্বিতীয় স্থানে ছির ওরিয়ন ফার্মার ৭১ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। তালিকায় রয়েছে- ন্যাশনাল পলিমার, জিপিএইচ ইস্পাত, এসএস স্টিল, জিনেক্স ইনফোসিস, মালিক স্পিনিং, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ফু-ওয়াং সিরামিক।

আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে ভিএফএস থ্রেড ডাইংয়ের। এদিন কোম্পানিটির শেয়ার ২ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। আজ ডিএসইতে এক কোটি ১২ লাখ ২ হাজার ১৬৮টি শেয়ার ২ হাজার ৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩২ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- একমি ল্যাবরেটরিজের ৯.৯৮ শতাংশ, মুন্নু সিরামিকের ৯.৯৩ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৯.৯১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৯১ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৯.৮৮ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৮৬ শতাংশ, নূরানী ডাইংয়ের ৯.৮০ শতাংশ, মেঘনা পেইটের ৯.৭৫ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের ৯.৭৫ শতাংশ দর বেড়েছে।

এদিকে, আজ ডিএসই’র দর কমার ক্ষেত্রে শীর্ষে ছিল নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ৬.৪৬ শতাংশ কমে সর্বশেষ ৫৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। এদিন ডিএসইতে ৯ কোটি ৬৭ লাখ ৭৯৬টি শেয়ার এক হাজার ১০৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার টাকা। দর কমার তালিকার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং সিরামিকের ৫.৭৩ শতাংশ, ইজেনারেশনের ৫.২৯ শতাংশ, ্এসইএমলএফবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৫.২০ শতাংশ, সিএপিএমবিডিবিএলের ৫.১৪ শতাংশ, এসইএমএলআইবিবিএলের ৪.৭২ শতাংশ, এসইএমএল লেকচার মিউচ্যুয়াল ফান্ডের ৪.৬৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪.৫৫ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের ৪.৫২ শতাংশ দর কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১০১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১২৮ কোটি ১৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৪টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬৯ বার পড়া হয়েছে ।
Tagged