ন্যাশনাল পলিমারের রাইট শেয়ারের প্রিমিয়াম কমেছে

সময়: মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯ ৬:৫১:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ঘোষিত রাইট শেয়ারের প্রিমিয়াম কমিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি শেয়ারপ্রতি ১০ টাকা প্রিমিয়ামের পরিবর্তে শেয়ারপ্রতি ৫ টাকা নির্ধারণ করেছে। এর আগে গত ১ সেপ্টেম্বর ন্যাশনাল পলিমার ১আর:১ অনুপাতে রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়। ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ২০ টাকা। এ সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল অনুষ্ঠিত হয়েছে। ইজিএমে বিনিয়োগকারীরা প্রতিটি রাইট শেয়ারের প্রিমিয়াম ১০ টাকার পরিবর্তে ৫ টাকা নির্ধারণের অনুমোদন দেয়। যে কারণে রাইট শেয়ারের প্রিমিয়ামে সংশোধন এনেছে ন্যাশনাল পলিমার।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করে পরবর্তীতে রাইট শেয়ারের সাবস্ক্রিপশনের তারিখ নির্ধারণ করবে। রাইট শেয়ার ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ১১১৭ বার পড়া হয়েছে ।
Tagged