নর্দার্ণ জুটের লভ্যাংশ ঘোষণা

সময়: মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯ ৬:৩৭:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদকন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত আর্থিকবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৩ টাকা ২৯ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ৩৩ পয়সা। একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২২ টাকা ৬৬ পয়সা (নেগেটিভ)।
এদিকে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ডিসেম্বর সকাল ৯.৩০মিনিটে ঢাকাস্থ রাওয়া কনভেনশন সেন্টাওে অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ নভেম্বর।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩১৩ বার পড়া হয়েছে ।
Tagged