ডিএসইর পরিচালক নির্বাচন ও এজিএমের তারিখ নির্ধারণ

সময়: বুধবার, নভেম্বর ২৫, ২০২০ ৪:৫০:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : মেয়াদ শেষ হওয়ায় দেশের প্রধান পুঁজিাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং পরিচালক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর ডিএসইর এজিএম অনুষ্ঠিত হবে। একই সঙ্গে একজন শেয়ারহোল্ডার পরিচালক পদে আগামী ২৪ ডিসেম্বর নির্বাচনের দিন নির্ধারন করা হয়েছে।
আজ বুধবার (২৫নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ। তার নেতৃত্বে বর্তমান পরিচালক সিদ্দিকুর রহমানের পদে ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ই-ভোটিং পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুসারের, পরিচালক পদে আগ্রহীরা আগামী ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। আর মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।
এরপর ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা ১৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২০ ডিসেম্বর প্রকাশ করা হবে।
নির্বাচন শেষে ডিএসইর ৫৯তম এজিএমে নির্বাচনে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৯৭ বার পড়া হয়েছে ।
Tagged