লুজার তালিকার শীর্ষে রহিমা ফুড

সময়: রবিবার, এপ্রিল ১৮, ২০২১ ৪:১৭:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর ১০ পয়সা বা ৪.৫২ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি সর্বশেষ ২১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৮৯৯ বারে ২ লাখ ৩০ হাজার ৬৫২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৩ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৩.৯৮ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৪৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ফান্ডটির দর ৩০ পয়সা বা ৩ . ৮০ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মীর আখতার হোসেন, জনতা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামিক ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ও জুট স্পিনার্স লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৪৬ বার পড়া হয়েছে ।
Tagged