সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের উত্থানে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

সময়: রবিবার, এপ্রিল ১৮, ২০২১ ৪:২২:৩০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সূচক উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকে লেনদেন বাড়লেও কমেছে কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০২ কোটি ৬২ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৪২ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৩ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৯৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২০৯ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৮টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৫১ বার পড়া হয়েছে ।
Tagged