ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার বেশি লেনদেন

সময়: রবিবার, আগস্ট ২৯, ২০২১ ৭:৪৮:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেজ্ঞে (ডিএসই) আজ রবিবার (২৯ আগস্ট) ব্লক মার্কেটে ৪১টি কোম্পানির ৫১ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- পাইওনিয়র ইন্স্যুরেন্স, আমান ফিড, জিবিবি পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, এসিআই, আলহাজ¦ টেক্সটাইল, আলিফ ম্যানুফেকচ্যারিং, এশিয়া ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, বিডি ফাইন্যান্স, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কপার টেক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ বন্ধু, ডাচ বাংলা ব্যাংক, ফার কেমিক্যাল, ফু-ওয়াং সিরামিকস, জিপিএইচ ইস্পাত, আইএফআইসি, ইসলামি ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, ম্যাকসন স্পিনিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসেইন স্পিনিং, নেহা এলুমোনিয়াম, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, নুরানী ডাইং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পেনেসুলা, পাওয়ার গ্রীড, প্রাইম সিমেন্ট, রেনেটা, রবি, সাইফ পাওয়ার, সাইহাম টেক্সটাইল, সাহজিবাজার পাওয়ার এবং স্কয়ার ফার্মা লিমিটেড।
এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৯৬ লাখ ৫২ হাজার ৪৫১ টাকার শেয়ার ১১২ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ৫১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা। ডিএসির সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৫ লাখ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ আমান ফিডের ৯ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ জিবিবি পাওয়ারের ৮ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকার, চতুর্থ সবোচ্চ প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসিআইয়ের ৮৬ লাখ ৫৩ হাজার টাকার, আলাহাজ¦ টেক্সটাইলের ১২ লাখ ৩৬ হাজার টাকার, আলিফ ম্যানুফেকচ্যারিংয়ের ৩১ লাখ ৪০ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৬০ লাখ টাকার, বারাকা পাওয়ারের ১৬ লাখ ৭ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার টাকার, বেক্সিমকোর ৬৮ লাখ টাকার ৪০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৮ হাজার টাকার, কপার টেকের ৫ লাখ ৯৮ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪২ লাখ ৩০ হাজার টাকার, দেশ বন্ধুর ৫ লাখ ২৮ হাজার টাকার, ডাচ বাংলা ব্যাংকের ২০ লঅখ ৪২ হাজার টাকার, ফার কেমিক্যালের ৬৯ লাখ ৮২ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকসের ৫১ লাখ টাকার, জিপিএইচ ইস্পাতের ৬৭ লাখ ৭৯ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৭ লাখ ৪৮ হাজার টাকার, ইসলামি ফাইন্যান্সের ১১ লাখ ৬৯ হাজার টাকার, কেয়া কসমেটিকসের ৮১ লাখ ৭৮ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ৩৪ লাখ ৪৪ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ৪৫ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ২ কোটি টাকার, মোজাফফর হোসেইন স্পিনিংয়ের ৩৭ লাখ ১৬ হাজার টাকার, নেহা এলুমোনিয়াময়ের ৩৫ লাখ ২৩ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৫৫ লাখ ৮০ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৯ লাখ ৯০ হাজার টাকার, নূরানী ডাইংয়ের ১৫ লাখ ২৬ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৭ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ৯২ হাজার টাকার, পেনেসুলার ২৫ লাখ ৭৮ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৬ লাখ ৯ হাজার টাকার, প্রাইম সিমেন্টের ৭২ লাখ ১৬ হাজার টাকার, রেনেটার ১৫ লাখ ১৭ হাজার টাকার, রবির ৯ লাখ ৬৮ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১৫ লাখ ১৭ হাজার টাকার, সাইহাম টেক্সটাইলের ১৮ লাখ ৯৭ হাজার টাকার, সাহজিবাজার পাওয়ারের ৩৭ লাখ ২৯ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৮৩ বার পড়া হয়েছে ।
Tagged