তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনে চুক্তির খসড়া অনুমোদন

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৪, ২০২১ ৩:০১:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিশ্বের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন করছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঝগড-৬ কনসোর্টিয়ামের ১১ ্ অঝঈ কর্তৃক চূড়ান্ত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ চুক্তি (ঈ্গঅ) এর খসড়া অনুমোন করেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে কনসোর্টিয়ামের নির্বাচিত ঠিকাদারের সাথে সরবরাহ চুক্তি (ঝঁঢ়ঢ়ষু ঈড়হঃৎধপঃ) স্বাক্ষরের জন্য অনুমোদন দেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্পে ৬৯৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে নিজস্ব তহবিল থেকে ৩শ কোটি ৮৩ লাখ টাকার যোগান দেবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। বাকী ৩৯২ ওটি ৩৩ লাখ টাকার যোগান দেবে সরকার।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৮১ বার পড়া হয়েছে ।
Tagged