মাইডাস ফাইন্যান্সিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১ ৬:২৫:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্তমাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা। আগের অর্থবছর একই সময়ে সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.১৯ টাকা।

২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮.৯৭ টাকায়।

এদিকে, প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৭২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিতভাবে লোকসান শেয়ারপ্রতি হয়েছিল ০.০৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির লোকসান ২.৬৫ টাকা বা ৯৭ শতাংশ বেড়েছে। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি’২১-জুন’২১) শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৯৭ শতাংশ।

২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮.৯৭ টাকায়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৬৮ বার পড়া হয়েছে ।
Tagged