সূচক কমলেও বেড়েছে লেনদেন

পতন দিয়ে সপ্তাহ শুরু শেয়ারবাজারে

সময়: রবিবার, নভেম্বর ৭, ২০২১ ৬:০৫:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন দিয়ে শেষ হয়েছে প্রথম কার্যদিবসের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৮৪ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮৫৫.৮৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.৮৬ পয়েন্ট বা ১.১২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৩১ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৪.৩২ পয়েন্টে এবং দুই হাজার ৫৯৮.৯৭ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির বা ১৩ শতাংশের, কমেছে ৩০৩টির বা ৮০.৩৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির বা ৬.৬৩ শতাংশের।

ডিএসইতে এদিন ২৩ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ৫২০টি শেয়ার এক লাখ ৬৭ হাজার ৮৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ১৪৫ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৬৫৬ টাকা ৩০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ৭৭ কোটি ১৩ লাখ টাকা বেশি। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৯ হাজার ৪২৮ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার ২৫০ টাকা ১০ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৬.২৭ পয়েন্ট বা ০.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৭১.৭১ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির । সিএসইতে এদিন ৯৪ লাখ ৯৭ হাজার ৭৯৮টি শেয়ার ১১ হাজার ৮৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৭ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ১২৩ টাকা ২০ পয়সা। আ সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৪৭০ কোটি ২০ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৯৮ বার পড়া হয়েছে ।
Tagged