সূচক কমলেও বেড়েছে লেনদেন

পতনের ধারা অব্যহত শেয়ারবাজার

সময়: মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১ ৪:৫৫:০৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (২৩ নভেম্বর) পতনের ধারা অব্যহত রয়েছে শেয়ারবাজারে। টানা তিন কার্যদিবস ধরেই ধারবাহিকভাবে দরপতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর । তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.২৮ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে সাত হাজার ১৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৩৯ বা ০.১৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬.১৩ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬৮.৫৮ পয়েন্টে এবং দুই হাজার ৬৬০.৮৫ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৩১৪ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৮ কোটি ৮৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২২৬ কোটি ৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৬টির বা ৪২.৩৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৬টির বা ৪৭.৮৩ শতাংশের এবং ৩৬টির বা ৯.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৩.১১ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫১৫.৮৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৮১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির দর বেড়েছে, কমেছে ১৪৭টির আর ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২০ বার পড়া হয়েছে ।
Tagged