সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সোনালী পেপার

সময়: শনিবার, জানুয়ারি ১, ২০২২ ৯:১৫:০৬ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৬-৩০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে সোনালী পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪০ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩৭ লাখ ৫৩ হাজার ৬২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.১৮ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৭৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭৭ কোটি ৬১ লাখ ৩৯ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৩ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৫৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্সুরেন্সের ২০০ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকার,ওয়ান ব্যাংকের ৮৭ কোটি ৮ লাখ ৩৯ হাজার টাকার, ফরচুন সুজের ৭৬ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার,জেনেক্স ইনফোসিসের ৬৯ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার টাকার, বীকন ফার্মার ৬৪ কোটি ১৬ লাখ ৭১ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫৯ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ৫৮ কোটি ২৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২১৮ বার পড়া হয়েছে ।
Tagged