অ্যাসোসিয়েট অক্সিজেন আইপিও অনুমোদন পেয়েছে

সময়: বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২০ ১০:১৬:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির ৭৩২তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে তারা। পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে কোম্পানিটি মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটাবে।
গত ২০১৮-১৯ অর্থবছরে এসোসিয়েটেড অক্সিজেনের ভারিত গড় শেয়ার প্রতি আয় (ডবরমযঃবফ আবৎধমব ঊচঝ) ছিল ১ টাকা ৫১ পয়সা।
গত ৩০ জুন, ২০১৯ তারিখে পুনর্মুল্যায়ন ব্যাতিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

আরও পড়ুন…..

তৃতীয় প্রান্তিকে ন্যাশনাল টি কোম্পানির আয় বেড়েছে

আয় বেড়েছে এবি ব্যাংকের

৭ কোম্পানির বোর্ডসভার তারিখ নির্ধারণ

নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ

ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন

রিপাবলিক ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

Share
নিউজটি ৬৩১ বার পড়া হয়েছে ।
Tagged