ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে ৬৬ লাখ টাকা

সময়: বুধবার, এপ্রিল ৬, ২০২২ ৪:১৯:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে মার্চ মাসে ২৪ কোটি ৫০ লাখ ৪৯ হাজার ৪৫৮ টাকার রাজস্ব পেয়েছে সরকার। যা এর আগে ফেব্রুয়ারিতে ডিএসই থেকে ২৫ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৬২৭ টাকা পেয়েছিল। অর্থাৎ গত ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে ডিএসই থেকে ৬৬ লাখ ৯৮ হাজার ১৬৯ টাকার রাজস্ব কম পেয়েছে সরকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্র জানায়, চলতি অর্থ বছরের মার্চ মাসে ডিএসইতে ২২ কার্যদিবস লেনদেন হয়েছে। এ মাসে বিনিয়োগকারী
ও উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনাবেচা বাবদ ১৮ হাজার ৫৪২ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪৩০ টাকার শেয়ার
লেনদেন হয়েছে। যা আগের মাস থেকে ৩ হাজার ৫৫৭ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৭৬৯ টাকা কম। অর্থাৎ আগের মাসে লেনদেন হয়েছিল ২২ হাজার ৯৯ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ১৮৯ টাকা।

আর লেনদেন কম হওয়া সত্ত্বে মার্চে সরকার ডিএসই থেকে রাজস্ব পেয়েছে ২৪ কোটি ৫০ লাখ ৪৯ হাজার ৪৫৮ টাকা। যা আগের মাস থেকে ৬৬ লাখ ৯৮ হাজার ১৬৯ টাকা কম। যা আগের মাসে ছিল ২৫ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৬২৭ টাকা।

ডিএসই সূত্র জানায়, ডিএসইর দু’প্রকার আয়ের মধ্যে বিনিয়োগকারীদের লেনদেন থেকে ১৮ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৫৬১ টাকা এবং উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনাবেচার মাধ্যম থেকে ৫ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার ৮৯৮ টাকা রাজস্ব পেয়েছে সরকার।

এর আগে সরকার ২০২০-২১ অর্থ বছরে উদ্যোক্তা-পরিচালকদের কাছ থেকে জুলাই মাসে রাজস্ব পেয়েছিলেন ১২ কোটি ৭৯ লাখ ২ হাজার ৬৬৫ টাকা, আগস্ট মাসে রাজস্ব পেয়েছিলেন ৬ কোটি ৮ হাজার ৮৭৭ টাকা, সেপ্টেম্বর মাসে রাজস্ব পেয়েছিলেন ৫ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৯১৯ টাকা, অক্টোবর মাসে রাজস্ব পেয়েছিলেন ৪ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৩৬৭ টাকা, নভেম্বর মাসে রাজস্ব পেয়েছিলেন ৮৭ লাখ ৪১ হাজার ৬৮৪ টাকা, ডিসেম্বর মাসে রাজস্ব পেয়েছিলেন ১২ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা, জানুয়ারি মাসে রাজস্ব পেয়েছিলেন ৫ কোটি ৯ লাখ ৭ হাজার ৭৪৬ টাকা, ফেব্রুয়ারি মাসে রাজস্ব পেয়েছিলেন ১ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৪৫৮ টাকা, মার্চ মাসে রাজস্ব পেয়েছিলেন ১৩ কোটি ১২ লাখ ৬৭ হাজার ৪২৫ টাকা, এপ্রিল মাসে রাজস্ব পেয়েছিলেন ৫ কোটি ৭ লাখ ৩৪ হাজার ৬২৭ টাকা, মে মাসে রাজস্ব পেয়েছিলেন ৮ কোটি ৬৮ লাখ ৬৫ হাজার ৯৯০ টাকা এবং জুন মাসে রাজস্ব পেয়েছিলেন ১০ কোটি ৯২ লাখ ৮৭ হাজার ৩০৯ টাকা। ২০২০-২১ অর্থ বছরের উদ্যোক্তা-পরিচালকদের কাছ থেকে সর্বমোট ৮৬ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৭১৬ টাকা রাজস্ব পেয়েছেন।

এছাড়া, ২০২১-২২ অর্থ বছরে উদ্যোক্তা-পরিচালকদের কাছ থেকে জুলাই মাসে রাজস্ব পেয়েছিলেন ৫ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা, আগস্ট মাসে রাজস্ব পেয়েছিলেন ৫ কোটি ১০ লাখ ১৭ হাজার ৫৫৪ টাকা, সেপ্টেম্বর মাসে রাজস্ব পেয়েছিলেন ১ কোটি ২৯ লাখ ৮২ হাজার ৮৩০ টাকা, অক্টোবর মাসে রাজস্ব পেয়েছিলেন ৩ কোটি ৭১ লাখ ৬৬ হাজার ১৩ টাকা, নভেম্বর মাসে রাজস্ব পেয়েছিলেন ৭ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৯৮২ টাকা, ডিসেম্বর মাসে রাজস্ব পেয়েছিলেন ১৩ কোটি ৪৯ লাখ ৫৫ হাজার ৭৬৩ টাকা, জানুয়ারি মাসে রাজস্ব পেয়েছিলেন ৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৬১৭ টাকা, ফেব্রুয়ারি মাসে রাজস্ব পেয়েছিলেন ৩ কোটি ৯ লাখ ৩২ হাজার ২৫০ টাকা এবং মার্চ মাসে রাজস্ব পেয়েছিলেন ৫ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার ৮৯৮ টাকা। ২০২১-২২ অর্থ বছরের উদ্যোক্তা-পরিচালকদের কাছ থেকে সর্বমোট ৫৪ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৮৫ টাকা রাজস্ব পেয়েছেন।

একই সময়ে সরকার ২০২০-২১ অর্থ বছরে বিনিয়োগকারীদের কাছ থেকে জুলাই মাসে রাজস্ব পেয়েছিলেন ৫ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ৮৬৭ টাকা, আগস্ট মাসে রাজস্ব পেয়েছিলেন ১৮ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৬৩ টাকা, সেপ্টেম্বর মাসে রাজস্ব পেয়েছিলেন ২২ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৫০২ টাকা, অক্টোবর মাসে রাজস্ব পেয়েছিলেন ১৭ কোটি ৩ লাখ ৭৮ হাজার ৪১৩ টাকা, নভেম্বর মাসে রাজস্ব পেয়েছিলেন ১৭ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৯৩৮ টাকা, ডিসেম্বর মাসে রাজস্ব পেয়েছিলেন ২১ কোটি ৫৮ লাখ ৭১ হাজার ৬৪৭ টাকা, জানুয়ারি মাসে রাজস্ব পেয়েছিলেন ৩৩ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ৪৭৬ টাকা, ফেব্রুয়ারি মাসে রাজস্ব পেয়েছিলেন ১৪ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৭৮৭ টাকা, মার্চ মাসে রাজস্ব পেয়েছিলেন ১৪ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৭০২ টাকা, এপ্রিল মাসে রাজস্ব পেয়েছিলেন ১৪ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা, মে মাসে রাজস্ব পেয়েছিলেন ৩১ কোটি ১ লাখ ৯১৮ টাকা, এবং জুন মাসে রাজস্ব পেয়েছিলেন ৪৩ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৩৩৭ টাকা।

এছাড়া, ২০২১-২২ অর্থ বছরে বিনিয়োগকারীদের কাছ থেকে জুলাই মাসে রাজস্ব পেয়েছিলেন ২৩ কোটি ৩০ লাখ ৩২ হাজার ৬৪১ টাকা, আগস্ট মাসে রাজস্ব পেয়েছিলেন ৪৫ কোটি ১১ লাখ ৬৭ হাজার ৪৯৩ টাকা, সেপ্টেম্বর মাসে রাজস্ব পেয়েছিলেন ৫০ কোটি ৭০ লাখ ৫২ হাজার ৪৯৭ টাকা, অক্টোবর মাসে রাজস্ব পেয়েছিলেন ৩৭ কোটি ২ লাখ ৩৯ হাজার ৭২৮ টাকা, নভেম্বর মাসে রাজস্ব পেয়েছিলেন ২৬ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৭৮৭ টাকা, ডিসেম্বর মাসে রাজস্ব পেয়েছিলেন ১৯ কোটি ৩৬ লাখ ৫৭ হাজার ৩৬৪ টাকা, জানয়ারি মাসে রাজস্ব পেয়েছিলেন ৩১ কোটি ২০ লাখ ৭২ হাজার ৪২১ টাকা, ফেব্রুয়ারি মাসে রাজস্ব পেয়েছিলেন ২২ কোটি ৮ লাখ ১৫ হাজার ৩৭৭ টাকা এবং মার্চ মাসে রাজস্ব পেয়েছিলেন ১৮ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৫৬১ টাকা।

উল্লেখ্য, ট্যাক্স বাবদ ডিএসই কর্তৃপক্ষ এই টাকা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দিয়ে থাকেন।

 

Share
নিউজটি ২৬৩ বার পড়া হয়েছে ।
Tagged