স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি

সময়: বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ১:০৯:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে ১০ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- এমএল ডাইং এবং লাফার্জহোলসিম। রেকর্ড ডেটের কারনে আগামী ১১ নভেম্বর এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি : গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৭ নভেম্বর ভালুকার স্কয়ার মাস্টারবাড়ির তেপান্তর রিসোর্টে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি : কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী হিসেবে ১৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছেব।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৩৮ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। গতবছর একই সময়ে ৪ টাকা ৪৯ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৪৪ পয়সা।

Share
নিউজটি ৩৪০ বার পড়া হয়েছে ।
Tagged