স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

সময়: সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪ ২:১৫:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম, এনসিসি ব্যাংক এবং রেনেটা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে আগামীকাল ও ১১ ডিসেম্বর রেনেটা এবং এনসিসি ব্যাংকের শেয়ার লেনদেন হবে। রেকর্ড ডেটের কারণে আগামী ১২ ডিসেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত তাকবে।

অপরদিকে, আগামীকাল থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার লেনদেন হবে। রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ ডিসেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত তাকবে।

এনসিসি ব্যাংক পিএলসি : কোম্পনিটি আগামী ৭ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। এদিন দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

এনসিসি ব্যাংক গঠনতন্ত্রের নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ সংশোধন করবে। এর মধ্যে রয়েছে অনুচ্ছেদ ৯১: পরিচালকদের সংখ্যা, অনুচ্ছেদ ৯৪(১) ও ৯৪(২): পরিচালকদের যোগ্যতা এবং অনুচ্ছেদ ১০৮(১): চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে ব্যাংকটি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে অনুচ্ছেদগুলো সংশোধন করবে ব্যাংকটি।

রেনাটা পিএলসি: ওষুধ খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসির পরিচালনা পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি এই প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩২৫ কোটি টাকা সংগ্রহ করবে।

উল্লিখিত প্রেফারেন্স শেয়ার হবে নন-পার্টিসিপেটিভ। অর্থাৎ এই শেয়ারের মালিকরা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নিতে পারবেন না। এছাড়া, তাদের কোনো ভোটাধিকার থাকবে না। এই প্রেফারেন্স শেয়ার মেয়াদ শেষে সম্পূর্ণ অবসায়িত হতে পারে। আবার এটি সম্পূর্ণভাবে সাধারণ শেয়ারে রূপান্তর করার সুযোগও থাকতে পারে। এ বিষয়ে কোম্পানি সিদ্ধান্ত নেবে।

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানিটির বিদ্যমান ঋণ পরিশোধে ব্যবহার করা হবে।

প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে শেযারহোল্ডারদের মতামত জানতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে রেনাটা। আগামী ১২ জানুয়ারি দুপুর ১২টায় এই ইজিএম অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

আসন্ন ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি এবং পরবর্তীতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত কার্যকর হবে।

বিডি থাই অ্যালুমিনিয়াম : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ৮৫ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান ছিল ৫২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ৫৬ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

 

Share
নিউজটি ২৭৮ বার পড়া হয়েছে ।
Tagged