গ্লোবাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড নাটক, বাজারে আস্থার সংকট

সময়: বুধবার, জুলাই ৯, ২০২৫ ১:৫১:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ১৪ মাস আগে ঘোষিত ডিভিডেন্ড অবশেষে বাতিল করেছে, যা বিনিয়োগকারীদের জন্য একপ্রকার ‘মাথায় হাত’ দেওয়ার মতো হতাশাজনক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ডিভিডেন্ড ঘোষণার পর এত দীর্ঘ সময় পেরিয়ে তা প্রত্যাহার করায় শেয়ারবাজারে আস্থা ও স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৮ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ সালের জন্য ঘোষিত ১০ শতাংশ ডিভিডেন্ড (৫% ক্যাশ ও ৫% স্টক) বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। অথচ গত বছরের ২৯ এপ্রিল ব্যাংকটি ১ টাকা ৩০ পয়সা শেয়ারপ্রতি আয় (EPS) দেখিয়ে এই ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ৬ জুন ২০২৩। এমনকি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকেও সেই ডিভিডেন্ড অনুমোদন পেয়েছিল।

কিন্তু পরবর্তীতে ২০২৩ সালের ২৭ আগস্ট ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদ পূর্বের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংশোধনের সিদ্ধান্ত নেয়। সংশোধিত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির প্রকৃত শেয়ারপ্রতি লোকসান (LPS) দাঁড়ায় ২১ টাকা ৭৯ পয়সা এবং শেয়ারপ্রতি নিট দায় হয় ৯ টাকা ১৪ পয়সা। লোকসানের কারণে পূর্বঘোষিত ডিভিডেন্ড প্রদান সম্ভব নয় বলে জানিয়ে তা বাতিল করা হয়েছে।

এছাড়া গত বছর ঘোষিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে সেটি হয়নি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ আগস্ট সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে ওই এজিএম অনুষ্ঠিত হবে। তবে রেকর্ড ডেট আগের মতোই ৬ জুন ২০২৩ বহাল থাকবে।

বিশ্লেষকরা বলছেন, ডিভিডেন্ড ঘোষণা করে পরবর্তীতে তা বাতিল করা বাংলাদেশ শেয়ারবাজারের জন্য একটি অস্বাভাবিক এবং আস্থাহীনতার দৃষ্টান্ত। এতে শুধু গ্লোবাল ইসলামী ব্যাংকের নয়, পুরো পুঁজিবাজারের সুশাসন ও নিয়ন্ত্রকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বাজার সংশ্লিষ্টরা।

Share
নিউজটি ৪১৮ বার পড়া হয়েছে ।
Tagged