স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

সময়: মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ ২:১৬:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি। কোম্পানি দুইটি হলো- বে-লিজিং এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এর মধ্যে আগামী ১৭ জুলাই পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। রেকর্ড ডেটের কারণে আগামী ২০ জুলাই কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। আগামীকাল থেকে ২০ জুলাই পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে বে-লিজিং। রেকর্ড ডেটের কারণে আগামী ২১ জুলাই কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বে লিজিং : কোম্পানিটি ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৩১.১৬ পয়সা।

৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস২৫ টাকা ২০ পয়সা।

আগামী ২৮ আগস্ট হাইব্রিড প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : কোম্পানিটি ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৩ টাকা ৩৫ পয়সা।

৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪০ পয়সা।

আগামী ১৫ সেপ্টেম্বর, সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

Share
নিউজটি ১৪৯ বার পড়া হয়েছে ।
Tagged